Home Entertainment সলমানের বিদেশ যাওয়াতে নিষেধাজ্ঞাঃ রেস ৩–এর বাকি শুটিং ভারতেয় হবে

সলমানের বিদেশ যাওয়াতে নিষেধাজ্ঞাঃ রেস ৩–এর বাকি শুটিং ভারতেয় হবে

179
0

নিউ দিল্লি, ১১ মার্চঃ সলমান খানকে কালো হরিণ ঘটনায় জোধপুর কোর্ট তাকে পাঁচ বছরের কারাদণ্ডের আর্দেশ দিয়েছিল।এরই সাথে সলমান বিনা অনুমতি ছাড়া দেশ ছেড়ে বিদেশ জেতে পারবেন না। এই সিদ্ধান্তের কারনে আসন্ন চলচ্চিত্র রেস ৩–এর শুটিংও পরছে। হিন্দুস্তানি টাইমস এর একটি প্রতিবেদন অনুযায়ী, রেস ৩– এর গুরুত্বপূর্ণ অংশ বিদেশে শুটিং হবার কথা ছিল। কিন্তু সলমান খান বিদেশ যাওয়ার জন্য অনুমতি না পাওয়ার জন্য চলচ্চিত্র পরিচালক ছবির শুটিং শিডিউল পরিবর্তন করে দিলেন। এখন বাকি শুটিং ভারতেই হবে। চলচ্চিত্র রেস সিরিজের তৃতীয় অংশ এটা। সলমানের সাথেই এই ছবিতে মুখ্য ভুমিকায় রয়েছেন ববি দেওল, অনিল কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ এবং ডেজি শাহ । চলচ্চিত্রটি ১৫ জুন ২০১৮–এয় মুক্তি পাবে।