Home Entertainment রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের ডেট ফাইনাল হল

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের ডেট ফাইনাল হল

135
0

২২ জুনঃ অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এই বছরের শেষে দিকে অর্থ্যাৎ ১০–ই নভেম্বর বিয়ে করতে পারেন। এর আগে খবর আসছিল যে দুজনে অক্টোবর মাসে বিয়ে করবেন এবং তারপর খবর আসল যে তারা দুজ‍্ন নভেম্বরে বিয়ে করবেন। এখন সূত্রের রেফারেন্সের সাথে রিপোর্টগুলিতে তারিখটি প্রকাশ করা হচ্ছে। যাইহোক, আমি আপনাকে বলব যে এই সম্পর্কে কোন আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি। এখন কথা হচ্ছে যে তারা বিয়ের অনুষ্ঠা‍ন কোথাই করবে তো, খবর আসচ্ছে যে তারা দুজনে প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল যে বিয়ের অনুষ্ঠান ইটলিতে রাখবেন এখন এই জুটি ইটলি বা ব্যাঙ্গালুরুতে বিয়ের অনুষ্ঠান রাখতে পারে। সুত্র অনুসারে জানা গিয়েছে যে, দীপিকা বিয়ের কারনে কোনো নতুন চলচ্চিত্র প্রজেক্টে স্বাক্ষর করছেন না কারণ তিনি বিয়ের জন্য যথেষ্ট সময় রাখতে চান আর সেই কারনেই তিনি নতুন প্রজেক্টে স্বাক্ষর করছেন না। এবং রণবীর সিংও গোলি বয় চলচ্চিত্রের কাজ অলমোস্ট শেষের দিকে এবং তিনিও নতুন প্রজেক্টে স্বাক্ষর করচ্ছেন না। এখন সময়ের অপেক্ষা যে কবে বিয়ে বয় এই জুটির।