Home India অত্যাধুনিক বেটিং ডিভাইস সহ আটক  এক ব্যক্তি, তদন্তে রেল পুলিশ। 

অত্যাধুনিক বেটিং ডিভাইস সহ আটক  এক ব্যক্তি, তদন্তে রেল পুলিশ। 

480
0

শিলিগুড়ি, ৩০ মেঃ-নিছক সন্দেহের বশে জিঞ্জাসা বাদ। আর তাতেই হোলো বেটিং চক্রের পরদাফাস।উদ্ধার হোলো বেটিং চক্রে ব্যবহৃত মাল্টি ফোন কানেক্টর ডিভাইস। বেটিং ডিভাইস  সহ এক যুবককে গ্রেপ্তার করল এনজেপি জি আর পি।ধৃতের নাম জিতেন্দ্রনাথ দাস(২৫)। প্রাথমিক অনুমান আই পি  এল চলাকালে বেটিং এর উদ্দেশ্যেই শিলিগুড়ি আনা হয়েছিল অত্যাধুনিক ডিভাইস। এরপর সেটিকে ফের বিশাখপত্তনম নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে নতুন বেটিং চক্রের আসর বসার কথা ছিল। রেল পুলিশ সুপার আনাপ্পা ই জানান বেটিং চক্রে ব্যবহারের উদ্দেশ্যেই এটি শিলিগুড়ি আনা হয়েছিল।

এই অত্যাধুনিক ডিভাইস বাইরে থেকে দেখতে এক্কেবারে সুটকেসের মতোন। তবে খুললেই দেখা যায় হাজারো সার্কিট। একাধিক মোবাইল। যা কি না গোটা দেশের বুকিদের সাথে যুক্ত। একইসাথে।আছে একটি স্পিকার। এই স্পিকারের সাহায্যেই চলে বুকিদের সাথে যোগাযোগের কাজ।তবে এই ডিভাইস টার প্রকৃত ব্যাবহার পদ্ধতি কি সেটার সম্বন্ধে ধারনা পাওয়া সম্বভ হয়নি।যদিওবা ধৃত ব্যক্তিকে জেরা করে সঠিক রাস্তায় যাওয়ার চেষ্টা চালাচ্ছে জি আর পি থানার পুলিশ।

 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here