Home India চলে গেলেন সলমান,শাহরুখের রিল লাইফ “মা” রীমা লাগু।

চলে গেলেন সলমান,শাহরুখের রিল লাইফ “মা” রীমা লাগু।

690
0

শিলিগুড়ি :  সলমন খান, সঞ্জয় দত্ত ও শাহরুখ খানের  মা শেষ নিশ্বাস ত্যাগ করলেন বৃ্হসস্পতিবার। রিয়েল লাইফের নন, উনি রিল লাইফে সলমন, সঞ্জয় দত্ত ও শাহরুখের পর্দায় মায়ের অভিনয়ে একাধিক ছবিতে দেখা গিয়েছে। মারা গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রীমা লাগু। বৃহস্পতিবার ভোরের দিকে রীমার মৃত্যু হয় বলে জানা গিয়েছে।মৃত্যুকালে রীমার বয়স হয়েছিল ৫৯ বছর। 

জানা গেছে,বুকে ব্যাথা ওঠার পর বুধবার গভীর রাতে রীমাকে  মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুকে ব্যথা ওঠার আগে পর্যন্ত রীমা একেবারে সুস্থ ছিলেন বলে জানিয়েছেন তাঁর জামাতা।

চলচ্চিত্র ও টিভি পর্দায় মায়ের ভূমিকায় অভিনয়ে দারুন। তাঁর জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে হাম আপকে হ্যায় কন, হাম সাথ সাথ হ্যায়, ম্যায়নে পেয়ার কিয়া, বাস্তব,হাতিয়ার, কাল হো না হো প্রমুখ।বাস্তব ছবিতে উনার অভিনয় অনেকদিন অবধি দর্শকের মনে জায়গা করে রাখবে।টিভিতেও অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন তিনি।

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here