Home India ফের ছিনতাইএর ঘটনা ঘটলো শিলিগুড়িতে,প্রশ্নে নিরাপত্তা। 

ফের ছিনতাইএর ঘটনা ঘটলো শিলিগুড়িতে,প্রশ্নে নিরাপত্তা। 

281
0

শিলিগুড়ি,৩০মেঃ রাতের শহরে আবার ছিনতাইএর ঘটনা ঘটলো। এবারে জনবহুল নৌকাঘাট মোড় এলাকায় এক মহিলার হাত থেকে তার টাকার ব্যাগ ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা।বারবার এই ধরনের ঘটনা ঘটতে থাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে শিলিগুড়িতে।

জানা গেছে,মেডিক্যাল মোড়ের বাসিন্দা প্রতিমা রায় চৌধুরী তার মেয়েকে নিয়ে নৌকাঘাট এলাকায় বাস থেকে নেমে অটো ধরার জন্য হাটতে শুরু করতেই পেছন থেকে একটি মোটরবাইকে সওয়ার দুই ছিনতাইবাজ এসে তার হাতে থাকা টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয়।ওইসময় এলাকায় প্রচুর লোক থাকা সত্তেও কেউ কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারে মিশে যায় তারা।স্থানীয় বাসিন্দা সঞ্জিত রায় বলেন দুষ্কৃতীরা এত জোরে মোটরবাইক চালিয়ে চলে গেল যে বুঝতেই পারিনি কি ঘটলো। পরে মহিলার চিতকারে এগিয়ে যআই আমরা।

প্রতীমা দেবী জানান,তার ব্যাগে কিছু টাকা ছিলো।জলপাইগুড়ি থেকে আসছিলেন তিনি ওই টাকাগুলো নিয়ে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে এন যে পি থানার পুলিশ। থানায় লিখিত অভিযোগ করেছেন প্রতিমা দেবী।পুলিশ তদন্তে নেমেছে।