Home India মালদা জেলার বহু রাইসমিল এখনো জলের নিচে। দেখুন ছবি আর ভিডিও।

মালদা জেলার বহু রাইসমিল এখনো জলের নিচে। দেখুন ছবি আর ভিডিও।

1557
0

সংবাদদাতা, মালদা ঃ জলের নিচে রাইস মিল।নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার চাল। জলমগ্ন মালদা জেলার বহু জায়গায় এই চিত্র ধরা পরছে।


এই বছর বন্যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সারা উত্তরবঙ্গএ। বন্যার জলে কোথাও ভেঙেছে রেল ব্রিজ আবার কোথাও জলের নিচে শাকসবজির ক্ষেত। ক্রমেই ভয়ানক হচ্ছে বহু জায়গায়।বন্যার জল নেমে গেলও খাদ্য সামগ্রীর অবস্থা কি হবে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা।

Posted by Sandip Sureka on Thursday, August 17, 2017

Posted by Sandip Sureka on Thursday, August 17, 2017


মালদা জেলার বহু জায়গায় বড় বড় রাইস মিল জলের তলায় রয়েছে। এদিন আমাদের প্রতিবেদক মালদা জেলার মাশলদাহ বাজারের সুরেখা মরডান রাইস মিল ও রামেশ্বরী রাইস মিল প্রদক্ষিণ করে দেখেন লক্ষ লক্ষ টাকার চালের বস্তা জলে ভাসছে।কোনোক্রমে তা বাচানোর চেষ্টা করছেন মিল মালিকেরা।তবে বন্যার জল না নামলে আগামীতে কতটা চালের বস্তা তারা সুরক্ষিত অবস্থায় রাখতে পারবেন সে ব্যাপারে তারা নিজেরাও সন্দিহান।

Posted by Sandip Sureka on Thursday, August 17, 2017

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here