Home India হতাস নই,পদও ছাড়ব না।কিন্তু স্পোর্টস বোর্ড এ আসুন পরামর্শ চাইতে,ফান্ড চাইবেন না...

হতাস নই,পদও ছাড়ব না।কিন্তু স্পোর্টস বোর্ড এ আসুন পরামর্শ চাইতে,ফান্ড চাইবেন না প্লিজ-বাইচুং।

802
0

তারক চক্রবর্তী , শিলিগুড়ি ঃ নর্থ বেংগল বোর্ড ফর ডেভেলপমেন্ট অব স্পোর্টস এন্ড গেমসের ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেলেন বাইচুং ভুটিয়া। শিলিগুড়িতে দেওয়া খবরসময়ের প্রতিনিধিকে তিনি বলেন,আমাদের কাছে যদি ফান্ড নেওয়ার জন্য আপনি আসেন তাহলে আপনি ভুল করবেন।আমরা যে কোনো সময় যে কোন খেলার উন্নতি সাধনে পরামর্শ দিতে এগিয়ে আছি।এমনকি যে কোনো দুঃস্থ কিন্তু প্রতিভাবান খেলোয়াড়ের সাহায্য করতেও এগিয়ে থাকব।কিন্তু ফান্ড চাইবেন না প্লিজ।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বোর্ডটি গঠন করেন।বাইচুং ছারাও উত্তরবঙ্গ এর ক্রীড়া জগতের উজ্জ্বল মান্তু ঘোষ,ঋদ্ধিমান সাহা সহ আরোও দুজনকে নিয়ে বোর্ড গঠন করা হয়েছিল।কিন্তু কিছুদিন ধরেই এই বোর্ড এর কাজ নিয়ে ক্রীড়া মহলে আলোচনা চলছিল।অনেকে অভিযোগ করছিল বাইচুং এই বোর্ড এর পদ ছাড়তে আগ্রহী। তিনি এই দায়ীত নিয়েও হতাস । কেউ কেউ আবার অভিযোগ করছিলেন বেশিরভাগ সময় তিনি বাইরে থাকায় তিনি এই বোর্ড এর কোনো কাজ ও ককরছেন না।যদিও আজ তিনি সমস্ত অভিযোগ উড়িয়ে দেন।স্পোর্টস বোর্ডকে পুরোপুরি পরামর্শ দেওয়ার জন্যই গঠন করা হয়েছিল।কিন্তু তার সম্বন্ধে সঠিকভাবে সবাই বুঝতে পারেনি।অনেক ক্লাব ফুটবল দলকেও খেলার উন্নতকরণের জন্য নানা পরামর্শও দিয়েছেন এই বোর্ড। শুধু ফুটবল নয় অন্যান্য খেলার জন্যও কাজ করছেন তারা।তবে বেশিরভাগ সংগঠন তাদের থেকে শুধু ফান্ড চাইতে আসেন। যা দেওয়া তাদের কাজ নয়। এই প্রসংে বাইচুং মাঠের ঢংয়ে বলেন,আমি হতাস নই। পদও ছারব না।কিন্তু আমার কাছে যদি ফান্ড না চেয়ে খেলার উন্নতিকল্পে পরামর্শ চান।তবে আমার দরজা সবসময় খোলা।

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here