Home Alipurduar দশ ফুট লম্বা অজগড় উদ্ধার

দশ ফুট লম্বা অজগড় উদ্ধার

309
0

একটি দশ ফুট লম্বা অজগড় উদ্ধার করলো বনদপ্তরে পানা রেঞ্জ আজ সকালে কালচিনি চা বাগান ফ‍্যাক্টরি সামনে চা বাগানে একটি অজগড় কালচিনি চা বাগানের ভিতরে শ্রমিকরা দেখতে পায় শ্রমিকরা অজগড়ট ধরে কালচিনি ফ‍্যাক্টরি নিয়ে আসে এবং বনদপ্তর কে খবড় দেয় ঘটনা স্থলে পানা রেঞ্জের কর্মী রা এসে অজগড় টি উদ্ধার করে নিয়ে যায় ।