Home Alipurduar বিস্ফোরণে কেঁপে উঠলো ফালাকাটা নতুন চৌপথির পেট্রোল পাম্প চত্বর আহত ৪

বিস্ফোরণে কেঁপে উঠলো ফালাকাটা নতুন চৌপথির পেট্রোল পাম্প চত্বর আহত ৪

592
0

আলিপুরদুয়ার ১৩/০৯/২০১৭:- বুধবার সন্ধ্যা ৭.৩০ টার দিকে ফালাকাটা নতুন চৌপথিতে অবস্থিত পেট্রোল পাম্পে তীব্র বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ২ জন পাম্পকর্মী, সহ আরো ২ জন যখম হয়েছেন।তাদের ফালাকাটা গ্রামীন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।এর মধ্যে ২ জনের চোট গুরুতর।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বাহিনী ও ফালাকাটা থানার পুলিশ। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাম্পের কর্মীরা ফোম ও অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেন, কিন্তু বিস্ফোরণের উৎস জানা সম্ভব হয়নি। দমকল বিভাগের প্রাথমিক অনুমান,কোনো ইলেক্ট্রিক সরঞ্জাম থেকে বিস্ফোরণ ও আগুন লেগে থাকতে পারে,ঘটনার তদন্ত চলছে।