Home Alipurduar মৃত বন কর্মীর পরিবারকে ক্ষতিপূর্তি

মৃত বন কর্মীর পরিবারকে ক্ষতিপূর্তি

225
0

মুত্যুর 4 দিনের মধ্যে মুত্যুর পরিবারের হাতে চেক তুলে দিয়ে নজীর সৃষ্টি করলো করল জলদা পাড়া জাতীয় উদ‍্যান কতৃ পক্ষ । এদিন মৃত অস্থায়ী বন কর্মী মাকোশ এক্কার পরিবারের হাতের আড়াই লক্ষ টাকার চেক তুলে দিল বন দপ্তর ।মৃত বন কর্মীর মা পকলি এক্কার হাতে চেক টি তুলে দেন জলপাইগুড়ি ওয়াইল্ড লাইফ ওয়াডেন সীমা চৌধুরী এবং জলদাপাড়া জাতীয় উদ্যান কতৃপক্ষ সহ করি বন‍্য প্রাণী আধিকারিক বিমল দেবনাথ । এছাড়া উপস্থিত ছিলেন সমাজ সেবী পদম লামা সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ ।উল্যেখ গত 25 মে লঙ্কাপাড়া রেঞ্জের তিতির জগলে কত‍্যব রত অবস্থায় হাতির তারা খেয়ে সহ কর্মীর গুলিতে আহত হন । মাকোশ এক্কা । তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মুত্যু হয় ।