Home Alipurduar শীঘ্র বোনাস প্রদানের দাবিতে কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ।

শীঘ্র বোনাস প্রদানের দাবিতে কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ।

193
0

আলিপুরদুয়ার ১৫/০৯/২০১৭:- শীঘ্র বোনাস প্রদানের দাবিতে আজ কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে । এই বাগানে আগামী ২২ শে সেপ্টম্বর বোনাস দেওয়া হবে বলে ম‍্যানেজমেণ্ট জানায় কিন্ত শ্রমিকরা ২২ শে সেপ্টম্বর বোনাস নিতে অস্বীকার করে । শ্রমিকরা জানান যে পূজোর একদম সামনে বোনাস দিলে কেনাকাটা করতে সমস‍্যা হবে তাছাড়া এই কোম্পানির অন‍্য বাগানে আজ অথবা গতকাল বোনাস দেওয়া হবে ।

শ্রমিকরা আজ সকালে কাজে না গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে শীঘ্র  বোনাসের দাবিতে । অবশেষে ম‍্যানেজমেণ্ট শ্রমিকদের দাবি মেনে নেয় এবং আগামীকাল বোনাস দেওয়া হবে বলে জানায় । এই কথা শোনে শ্রমিকরা শান্ত হয় ও কাজে যোগদান করে ।  চুয়াপাড়া চা বাগানের আর এস পি শ্রমিক সংগঠন ডি সি বি ডাব্লু ইউ এর নেতা বিজয় নাগ জানান যে ২২ তারিখ দেওয়া এই কথা শুনে শ্রমিকরা অফিস ঘেরাউ করে।বিক্ষোভ দেখায় পড়ে ম‍্যানেজমেণ্ট জানায় আগামীকাল ১৯.৭৫% বোনাস দেওয়া হবে এই শুনে শ্রমিকরা খুশি ও তারা কাজে যায় ।