Home Alipurduar দলসিংপাড়ায় কালি পূজা উপলক্ষে বিশেষ সাংষ্কৃতিক অনুষ্ঠান।

দলসিংপাড়ায় কালি পূজা উপলক্ষে বিশেষ সাংষ্কৃতিক অনুষ্ঠান।

354
0
শ্যামা পূজার বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান
শ্যামা পূজার বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান

আলিপুরদুয়ার ২২/১০/২০১৭:- দলসিংপাড়া বাজার কালি পূজো কমিটি পক্ষ থেকে কালি পূজো উপলক্ষে গতকাল সন্ধ‍্যায় এক সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।  উত্তরবঙ্গের বিশিষ্ট লোকশিল্পি  দ্বারা লোকগীত প‍রিবেশিত হয় ও উত্তর বঙ্গের বিশিষ্ট বাউল শিল্পি কালিপদ সরকার দ্বারা বাউল সঙ্গীত পরিবশিত হয় । দলসিংপাড়া বাজার পূজো কমিটির সভাপতি দীপঙ্কর গাঙ্গুলি জানান প্রতিবারের ন‍্যায় এবার ও আমরা দুদিন ব‍্যাপী নানাবিধ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি । এই অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণ বেশ খুশি।