Home Alipurduar হাতির হানা থেকে রেশন দোকানও বাদ গেলো না।

হাতির হানা থেকে রেশন দোকানও বাদ গেলো না।

240
0
হাতির হানা থেকে রেশন দোকানও বাদ গেলো না
হাতির হানা থেকে রেশন দোকানও বাদ গেলো না

আলিপুরদুয়ার ১২/১০/২০১৭:- ফের হাতির আতঙ্কে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া-মাদারিহাট ব্লকের জনজীবন আতঙ্কিত।হাতির হানা অব্যাহত চা বাগান এলাকায়।এবার হাতির নজরে পড়লো বাগানের রেশনঘরে।বৃহস্পতিবার ভোরের দিকে ধুমচি ফরেস্ট থেকে বের হয়ে বীরপাড়া শহরের অদূরে সিংহানিয়া চা বাগানের এক রেশন ঘরে হানা দেয়।বাগান সূত্রে খবর, ভোর বেলা চোখের সামনে রেশন দোকানের দরজা ভেঙে এক বস্তা চাল খেয়ে সাবাড় করে দেয়,তবে ভোরের দিকে না হয়ে যদি গভীর রাতের দিকে এরকম কান্ড হতো,তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিঃসন্দেহে বেশি হতো এই অনুমান করেছে বাগানের শ্রমিক মহল।কিন্তু এই খাবারের খোঁজে বার বার হাতির লোকালয়ে প্রবেশের জন্য বাগানের পরিবেশের উপর ব্যাপকভাবে প্রভাব পড়ে।