Home Alipurduar শিক্ষকদের বিষয়ভিত্তিক কর্মশালা আলিপুরদুয়ারয়ে

শিক্ষকদের বিষয়ভিত্তিক কর্মশালা আলিপুরদুয়ারয়ে

223
0

আলিপুরদুয়ার ১১/০৯/২০১৭:- আলিপুরদুয়ার জেলা প্রাথ‌মিক শিক্ষা সংসদের নবনিযুক্ত  চেয়ারম্যান হলেন  অনুপ চক্রবর্তী।সোমবার থেকে আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হলো শিক্ষকদের বিষয়ভিত্তিক কর্মশালা।

সেই কর্মশালায় এক জন চেয়ারম্যান নবনিযুক্ত করা হল প্রাথমিক শিক্ষা সংসদের তরফে।সেই চেয়ারম্যান হিসেবে অনুপবাবুকে পেয়ে কার্যত খুশি জেলার শিক্ষক মহল।৫ দিন ব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন এ ডি এম এথেনা মজুমদার এবং ডি পি ও অশোক রহমান।