Home Alipurduar মোর্চা থেকে তৃণমূলে তিন শতাধিক কর্মী যোগদান করলেন বীরপাড়ায়

মোর্চা থেকে তৃণমূলে তিন শতাধিক কর্মী যোগদান করলেন বীরপাড়ায়

243
0

আলিপুরদুয়ার, ১১/০১/২০১৮:- আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের তৃণমূল সমর্থকরা নিজেদের দলকে শক্ত ও সমর্থ করার উদ্দেশ্যে ও পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন,তারই প্রমাণ পাওয়া গেলো আজ বীরপাড়া-মাদারিহাট ব্লকের বীরপাড়াতে,আজ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শাসকদল তৃণমূলে যোগদান করেছেন,তাদের হাতে দলের ঝান্ডা তুলে দিয়ে স্বাগতম জানিয়েছেন ব্লক সভাপতি পদম লামা,আজ গোর্খা জনমুক্তি মোর্চা,বিজেপি ও কংগ্রেস থেকে চার শতাধিক সমর্থকরা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন,তবে অন্যান্য রাজনৈতিক দল থেকে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকরা বেশি যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে,আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল বীরপাড়া হসপিটালের পাশে জিপস্টান্ডের মাঠে,আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকস্তরের সকল সদস্যরা ও নেতৃত্ব,আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্লক তৃণমূলের সভাপতি পদম লামা,উপস্হিত ছিলেন তৃণমূল কংগ্রেস চা বাগান কমিটির সভাপতি মান্নালাল জৈন সহ বিভিন্ন নেতৃত্ব।