Home Alipurduar বীরপাড়া থানাতে বিক্ষোভ সমাবেশ করলো ব্লক বিজেপি নেতৃত্ব

বীরপাড়া থানাতে বিক্ষোভ সমাবেশ করলো ব্লক বিজেপি নেতৃত্ব

69
0

আলিপুরদুয়ার,১৩/০১/২০১৮:- গতকাল শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে কলকাতাতে বিজেপির যুব মোর্চার সংকল্প যাত্রার উপর অতর্কিত হামলার প্রতিবাদে আজ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের বীরপাড়া থানাতে বিক্ষোভ সমাবেশ করে ব্লক বিজেপি নেতৃত্ব কর্মীরা,আজ এই বিক্ষোভ মিছিল বীরপাড়া বিজেপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে বীরপাড়া থানা চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল হয়,প্রায় 70-80জন কর্মী ও সমর্থক আজ এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছিলেন,প্রায় ঘন্টা খানেক এই বিক্ষোভ সমাবেশ চলে,ও গতকালের হামলার প্রতিবাদে রাজ্যের শাসকদল ও পুলিশ বাহিনীর বিরুদ্ধে ধিক্কার জানায়, এর পাশাপাশি ব্লকের মাদারিহাট থানার সামনেও বিজেপির প্রতিনিধিরা ও সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেন,আজ এই বিক্ষোভ প্রদর্শনে মহিলাদের সামনে থেকে নেতৃত্ব দেখতে পাওয়া গেছে,মহিলারাও কাঁধে কাঁধ মিলিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন।বিক্ষোভ সমাবেশে উপস্হিত ছিলেন ব্লক বিজেপির ব্লক সম্পাদক সুরেশ শা,ও যুব মোর্চার সদস্য শিবরাজ লামা সহ প্রমুখ নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here