Home Alipurduar ফের সাপের আতঙ্কে জেরবার জটেশ্বর বাসী

ফের সাপের আতঙ্কে জেরবার জটেশ্বর বাসী

426
0

আলিপুরদুয়ার ১৩/০৯/২০১৭:- ফের সাপের আতঙ্কে জেরবার জটেশ্বর বাসী।এরকমই ঘটনা ঘটলো জটেশ্বরের কচিপাতা সংলগ্ন এলাকায়।ঘটনা বিবরণে প্রকাশ,সুজিত বল এর বাড়িতে গতকাল রাতে একটি সাপ হটাৎ করে ঘরে প্রবেশ করার চেষ্টা করে।কিন্তু ঘরে ঢুকতে গিয়ে বাধা পেয়ে বাড়ির বারান্দায় কুণ্ডুলি পাকিয়ে থাকে।স্থানীয় মতে সাপটি শঙ্খচুর প্রজাতির।খুবই বিষাক্ত।আতঙ্গে বাড়ির লোক চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন বাড়ির সামনে জড়ো হন।সেসময় বাড়িতে পুরুষ মানুষ না থাকায় আরো বেশি আতংকে ছিলেন বাড়ির লোকজন।স্থানীয় লোকজন সূত্রে খবর,এবার সাপের উপদ্রব অন্যান্য বছরের তুলনায় বেশি,এর জন্য অতি বৃষ্টিকে দায়ী করেছেন স্থানীয়রা।পরে দলগাঁও বন বিভাগে ফোন করা হলে তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।সাপটি প্রায় ৪ ফিট লম্বা ছিল।