Home Alipurduar আদিবাসী উন্নয়ন সমবায় নিগমের উদ্যোগে প্রতিযোগিতামূলক অনুষ্ঠিত হলো বীরপাড়াতে

আদিবাসী উন্নয়ন সমবায় নিগমের উদ্যোগে প্রতিযোগিতামূলক অনুষ্ঠিত হলো বীরপাড়াতে

334
0
ADIBASI NEWS

আলিপুরদুয়ার ১১/১১/২০১৭:- পশ্চিমবঙ্গে আদিবাসী সমাজ বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে আছে,এই আদিবাসী সমাজের লোকেদের উন্নতির জন্য আদিবাসী উন্নয়ন দপ্তর বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করে থাকে সারা বছর।প্রতি বছরের মতো এই বছরও জেলার বার্ষিক আদিবাসী নৃত্য, সঙ্গীত ও বাদ্যযন্ত্রের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।এই প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করেছিল লংকাপাড়া ডঃ আম্বেদকর লাম্পস লিমিটেড।আলিপুরদুয়ার জেলার সপ্তম(7)আদিবাসী নৃত,সঙ্গীত ও বাদ্যযন্ত্রের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মাদারিহাট-বীরপাড়া ব্লকের বীরপাড়া স্বর্ণা এস.টি ক্লাব ময়দানে,এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আদিবাসী কল্যাণ মন্ত্রী জেমস কুজুর,উপস্হিত ছিলেন আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এই  অনুষ্ঠানে মোট তিনটি বিভাগে প্রতিযোগিতা হয়,নৃত,সংগীত ও বাদ্যযন্ত্র,আদিবাসী,মেচ,রাভা,ও অন্যান্য সম্প্রদায়ের শিল্পীরা এই  প্রতিযোগিতায় অংশগ্রহণ করে,এই অনুষ্ঠানকে ঘিরে প্রচুর জন সমাগম হয়েছিল,আলিপুরদুয়ার জেলার প্রতিটি লাম্পস অফিস থেকে প্রতিনিধিরা উপস্হিত হয়েছিলেন তাদের নিজের নিজের জায়গা থেকে প্রতিযোগীদের নিয়ে,এই অনুষ্ঠান উপলক্ষ্যে স্বর্ণা এসটি ক্লাব ময়দানে ছোটমত মেলা বসেছিল।সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানে আদিবাসী ও অন্যান্য সম্প্রদায়ের সমাজের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো।