Home Alipurduar নাবালিকার বিয়ে আটকে দিলো স্বেচ্ছাসেবী সংগঠন

নাবালিকার বিয়ে আটকে দিলো স্বেচ্ছাসেবী সংগঠন

321
0

আলিপুরদুয়ার:-নাবালিকার বিয়ে আটকে দিলো ব্লাড ডোনার অর্গানাইজেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কামাখ্যাগুড়ি শাখার কর্তা ব্যাক্তিরা।ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে,নাবালিকার বাড়ি কামাখ্যাগুড়ি তেঁতুলতলা এলাকায়।স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নাবালিকা বিয়ের খবর পেয়ে পুলিশে খবর করলে কামাখ্যাগুড়ি থানার পুলিশ গিয়ে বিয়ে আটকায়।জানা যায়,উত্তর চব্বিশ পরগনার জনৈক অমিত দাসের সাথে মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল,মেয়েটি কামাখ্যাগুড়ি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী,মেয়েটির বয়স 15 বছর।পুলিশি জেরায় ছেলেটি জানিয়েছে কিছুদিন আগে কোচবিহার রাসমেলায় তাদের আলাপ হয় ও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে,সোমবার মন্দিরে বিয়ের প্রস্তুতি চলছিলো, পুলিশ গিয়ে বিয়ে বন্ধ করে দেয়,খবর পেয়ে কুমারগ্রাম ব্লকের বিডিও লাকপা শেরিং ভুটিয়ার কাছে মেয়ের বাড়ির লোকদের কাছ থেকে মুচলেকা নেয়,মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়,বিডিও জানান,খবর পেয়ে পুলিশ এই নাবালিকার বিয়ে বন্ধ করে দেয়।ধন্যবাদ জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনকে,তাদের সমাজের প্রতি দায়িত্বশীল কর্তব্য পালনের জন্য।এরকম কাজ করতে পেরে বেশ আপ্লুত ব্লাড ডোনার অর্গানাইজেশনের সকল সদস্যরা।