Home India বিভিন্ন ধর্মাবলম্বী ভাইদের নিয়ে ভাইফোঁটার আয়োজন

বিভিন্ন ধর্মাবলম্বী ভাইদের নিয়ে ভাইফোঁটার আয়োজন

137
0
জলপাইগুড়ি , ৯ নভেম্বর : তৃণসাথীর এবারের পঞ্চম তম বর্ষ পূজো ।বিশেষ থিম দক্ষিন ভারতের মন্দিরের আদলে লক্ষাধিক  রুদ্রাক্ষ এর মন্দির তৈরি করা হয়েছে।এই বার ও সকল সম্পদায়ের নিয়ে ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল ।হিন্দু ,মুসলিম, শিখ,বৌদ্ধ, খ্রিস্টান ,ইত্যাদি সকল ধর্মাবলম্বীর মানুষ ও তার সাথে এলাকার বোনদের কে নিয়ে পালিত হল ভাইফোঁটা।বিভিন্ন ধর্মাবলম্বীর ভাইদের বোনেরা ফোটা দেয়।পূজো কমিটির সভাপতি চন্দন ভৌমিক, অমিত সাহা,ভোলামন্ডল সহ আর ও বিশিষ্ট ব্যাক্তিরা এই ভাইফোঁটায় অংশগ্রহণ করেন।

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here