Home India জলপাইগুড়ির কোরক হোমে পালিত হল ভাইফোঁটা উৎসব

জলপাইগুড়ির কোরক হোমে পালিত হল ভাইফোঁটা উৎসব

154
0

জলপাইগুড়ি , ০৯ নভেম্বর : জলপাইগুড়ির কোরক হোমে পালিত হল ভাইফোঁটা উৎসব। হোমের অনাথ ও হারিয়ে যাওয়া শিশুদের নিয়ে এই উৎসব পালন করল জলপাইগুড়ির স্পন্দন নামের স্বেচ্ছাসেবী সংস্থা। স্পন্দনের ছোট ছোট বোনেরা ভাই ও দাদাদের কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করে। সাথে চলল উপহারের আদান প্রদান। হোমের ছেলেদের হাতে তুলে দেওয়া হয় চকোলেট ও কলম। অন‍্যদিকে হোমের ভাইয়েরা বোনদের হাতে তুলে দেয় নিজেদের হাতে আঁকা ছবি। এই ভাই় ফোঁটা উৎসবের মাধ্যমে পারিবারিক সম্পর্ককে আরও সুন্দর করে তোলা হয়। আনুষ্ঠানিকভাবে শুক্রবার এই উৎসবের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। উপস্থিত ছিলেন ডা. পান্থ দাসগুপ্ত, কোরক হোমের সুপার দেবব্রত দেবনাথ সহ বিশিষ্টজনেরা।

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here