Home Cooch Behar বাংলাদেশিদের সুবিধার্থে চ্যাংরাবান্ধাতে পদাতিকের দাবি তুললেন মন্ত্রী

বাংলাদেশিদের সুবিধার্থে চ্যাংরাবান্ধাতে পদাতিকের দাবি তুললেন মন্ত্রী

292
0

শিলিগুড়ি, ২৭ ডিসেম্বর: বাংলাদেশিদের জন্য চ্যাংরাবান্ধা রেলস্টেশনে পদাতিক এক্সপ্রেসের দাবি তুললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বিষয়টি নিয়ে তিনি রেল দপ্তরকে একটি চিঠিও লিখেছেন। মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, ভারতে বাংলাদেশিদের আসতে অনেক অসুবিধায় পড়তে হয়। অনেক পথ ঘুরে তাঁদেরকে পৌঁছতে হয় কলকাতায়। বাংলাদেশিদের ব্যবহার করতে হয় চ্যাংরাবান্ধা বর্ডার। অনেক পথ ঘুরে তাঁদের যেতে হয় কলকাতায়। এই সমস্যার সমাধানের জন্য তিনি চ্যারাবান্ধা রেল স্টেশনে পদাতিক এক্সপ্রেসের স্টপেজের দাবি তোলেন। বিষয়টি নিয়ে তিনি গতকাল সাউথ ইস্টার্ন রেলওয়েকে একটি চিঠিও দিয়েছেন। (এনএ)