Home Dakshin Dinajpur যুবতীকে ধর্ষণের অভিযোগ দক্ষিণ দিনাজপুরে

যুবতীকে ধর্ষণের অভিযোগ দক্ষিণ দিনাজপুরে

99
0

গঙ্গারামপুর, ১৭ এপ্রিল :ফের যুবতীকে ধর্ষণের অভিযোগ  উঠলো l ঘটনায় গ্রেপ্তার এক যুবক।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার বাসুরিয়ায়।ওই যুবতির অবস্থা গুরুতর l বর্তমানে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনায় অভিযুক্তের নাম  আবদুল কাদের (২২) l তাকে আজ আদালতে তোলা হবে ।অভিযোগ , ওই যুবতী গতকাল বিকেলে মামার বাড়ি থেকে বাড়ি ফেরার সময় আবদুল কাদের পথে ধরে ।যুবতীর চেনা বলে তার সঙ্গে যেতে রাজি হয় । তারপর কাদের ব্রিজের নিচে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেখানেই সন্ধ্যে পর্যন্ত অজ্ঞান অবস্থায় পড়ে ছিল ওই যুবতী ।ঘটনার পর স্থানীয়রা দেখতে পেয়ে তাকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান । বেশ কিছুক্ষন পর জ্ঞান ফিরলে অভিযুক্তের নাম বলে যুবতী । তার পরিবার এই ঘটনার অভিযোগ দায়ের করেন ওই রাতেই গঙ্গারামপুর থানায় l এই অভিযোগের ভিত্তিতে রাতেই আবদুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তের কঠিন  শাস্তির দাবি করেছেন নির্যাতিতার পরিবার।