Home Darjeeling চিতার চামড়া সহ গ্রেফতার ২

চিতার চামড়া সহ গ্রেফতার ২

181
0

শিলিগুড়ি,১১ফেব্রুয়ারী: ফের একবার ক্রেতা সেজে চিতার চামড়া উদ্ধার বেলাকোবা বনদপ্তরের।এই ঘটনায় ২জনকে গ্রেফতার করা হয়।তাদের নাম সূর্য কুমার রাই ও মহেশ রাজ।শুক্রবার প্যাঙ্গোলিনের আশ সহ যে চারজনকে ধরা হয় তাদের জিজ্ঞাসাবাদ করেই এই দুজনকে গ্রেফতার করা হয়।শনিবার ফোনে ফোনে ওই দুই জনের সঙ্গে যোগাযোগ রাখেন বেলাকোবা বনদপ্তরের রেঞ্জার সঞ্জয় দত্ত।এরপর তাদের কথা মতো কাজ করতে থাকে।সাড়ে ৭লক্ষ টাকায় চামড়ার দাম ঠিক হয়।শেষমেশ চিতার চামড়া আনা হলেই তাদের গ্রেফতার করা হয়।এবিষয়ে সঞ্জয় দত্ত জানান, এরা সকলে আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে যুক্ত।এদের সঙ্গে সিকিম,থাইল্যান্ড,চীন সহ বিভিন্ন দেশ ও রাজ্যের যোগাযোগ রয়েছে।এদের জিজ্ঞাসাবাদ করে আরও অনেককে ধরা যেতে পারে।