Home Darjeeling বাইক দুর্ঘটনায় মৃত্যু ১, জখম ১

বাইক দুর্ঘটনায় মৃত্যু ১, জখম ১

356
0

ময়নাগুড়ি , ১৮ নভেম্বর :  ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতের নাম সুকুমার সরকার (৪৫)। ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন বাইকের পেছনে বসা সন্তোষ মজুমদারের। তাঁকে ভর্তি করা হয়েছে ময়নাগুড়ি হাসপাতালে। জানা গেছে, ময়নাগুড়ির জল্পেশ মোড় থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন সুকুমার সরকার ও সন্তোষ মজুমদার।জল্পেশ মোড় সংলগ্ন সড়ক রোড-এ পেছন থেকে একটি ডাম্পার চলে আসে। বাইকের পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুকুমার সরকারের।গুরুতরভাবে জখম হন বাইকের পেছনে বসা সন্তোষ মজুমদার।তাঁকে ভর্তি করা হয়েছে ময়নাগুড়ি হাসপাতালে। এদিকে ময়নাগুড়ি পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ।