Home Darjeeling নতুন হুইল চেয়ার পেল ছোট্ট বিনীতা, পড়াশোনার দায়িত্বভারও নিল এনজিও

নতুন হুইল চেয়ার পেল ছোট্ট বিনীতা, পড়াশোনার দায়িত্বভারও নিল এনজিও

291
0

শিলিগুড়ি, ২৯ ডিসেম্বর : দীর্ঘবছর ধরে ভাঙা হুইল চেয়ার করে স্কুলে যাচ্ছিল। বাবার সেই ক্ষমতা নেই যে নতুন হুইল চেয়ার কিনে দেবেন। বাড়ির আর্থিক অস্বচ্ছলতার কারণে ছোট্ট মেয়েটির পড়াশুনো বন্ধ হতে বসেছিল। কিন্তু তার অদম্য ইচ্ছেশক্তি হার মানায় বাড়ির আর্থিক অস্বচ্ছলতাকে। হাজারো কষ্টের মধ্যেও স্কুলে যাওয়া বন্ধ করেনি সে। শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কমল বর্মন। তাঁর মেয়ে বিনীতা বর্মন প্রতিবন্ধী। হাঁটাচলা করতে পারে না। চতুর্থ শ্রেণীতে পড়ে এলাকার একটি স্কুলে। হুইল চেয়ার করে স্কুলে যেতে হয় তাকে। অনেক কষ্ট হলেও পড়াশোনা ছাড়েনি সে। বাবা–মা মানা করলেও সে সমাজে প্রতিষ্ঠিত হতে চায়। বড় হয়ে তার ইচ্ছে ডাক্তার হওয়ার। তবে ছোট্ট বিনীতা যে হুইল চেয়ারে বসে থাকে সেটি দীর্ঘবছর ধরে বেহাল। যন্ত্রাংশগুলি খারাপ হয়ে গেছে। কোনওরকমে চলছে। এই বিষয়টি জানতে পারে বিনীতার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মনীষা নন্দী ফাউণ্ডেশনের সদস্যরা। শুক্রবার তার বাড়িতে গিয়ে নতুন হুইল চেয়ার তুলে দিলেন। বিনীতার হাতে তুলে দেওয়া হল পড়াশোনার কিছু বইপত্র এবং উপহার। একইসঙ্গে ফাউণ্ডেশনের সদস্যরা আশ্বাস দেন তার ভবিষ্যতের পড়াশোনার দায়িত্বভার গ্রহণের। এদিকে, বিনীতার বাবা কমল বর্মণ জানান, মেয়েকে হুইল চেয়ার তুলে দিয়েছে খুব ভাল লাগছে। আমরা কৃতজ্ঞ তাঁদের প্রতি। মেয়ে যাতে আরও ভালভাবে পড়াশোনা করতে পারে তারজন্য সাহায্যও করবে বলে ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন। (এনএ)