Home Darjeeling ২ দিনের সফরে এলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা।

২ দিনের সফরে এলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা।

242
0

শিলিগুড়ি, ৯ ডিসেম্বর : রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংগঠনিক প্রচারে শনিবার এলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। শনিবার দুপুরে তিনি বাগডোগরা বিমান বন্দরে নামেন। সেখান থেকে সোজা সড়কপথে চলে যান রায়গঞ্জের উদ্দেশ্যে। জানা গেছে, ২ দিনের কেন্দ্রীয়মন্ত্রীর এই সফরে রয়েছে বেশকিছু দলীয় স্তরে আলোচনা সভা। এছাড়াও দলের কর্মীদের নিয়ে কয়েকটি সভাও করবেন তিনি। লোকসভা কেন্দ্রের বুথস্তরীয় কার্যকর্তাদের সংবর্ধিতও করা হবে তাঁর এই সফরকালে। বিজেপি সূত্রে জানা গেছে, মালদার ২টি লোকসভা কেন্দ্র বাদ দিয়ে পশ্চিমবঙ্গে সবকটি লোকসভা কেন্দ্র জয়ের ব্যাপারে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে জোর দিয়েছে দল। বৃহস্পতিবার উত্তরবঙ্গে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে জেলার সভাপতিদের নিয়ে শিলিগুড়িতে বৈঠক করেছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়। এবার এলেন জে পি নাড্ডা। উল্লেখ্য, উত্তরবঙ্গের ৬টি লোকসভা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন তিনি। কোচবিহার, ধূপগুড়িতে বিজেপি ভাল ফল করছে বিগত নির্বাচনগুলিতে। এবার আরও লোকসভা কেন্দ্রগুলিতে জোর দিতে চলেছে বিজেপি। এই লক্ষ্যেই উত্তরবঙ্গের ২ দিনের সফরে কেন্দ্রীয় মন্ত্রী এসেছেন। (এনএ)