Home Darjeeling ছট পূজো নিয়ে, জরুরী বৈঠক পর্যটন দপ্তরে

ছট পূজো নিয়ে, জরুরী বৈঠক পর্যটন দপ্তরে

444
0

রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের জরুরী তলবে,বৃহস্পতিবার শিলিগুড়ি মৈনাক ট্যুরিষ্ট লজ এর পর্যটন দপ্তরে, একটি জরুরী বৈঠক সম্পন্ন হয়।মন্ত্রী গৌতম দেব ছাড়া এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন,শিলিগুড়ি মহকুমা শাসক সীরাজ দানেশ্বর,এসজেডিএ-র সিইও দীপা প্রিয়া পি,অতিরিক্ত জেলা শাসক প্রেম কুমার বরদওয়া, শিলিগুড়ি পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদী ভুটিয়া সহ অন্যান্যরা।এদিনের বৈঠকে মূলত হাইকোর্টের নির্দেশকে প্রাধান্য দিয়েই কিভাবে মহানন্দা নদীর পার্শ্ববর্তী এলাকায় ছট পূজা করা সম্ভব, সেই বিষয়েই আলোচনা হয়।মন্ত্রী গৌতম দেব জানান,সমস্ত ধর্মাবলম্বী মানুষদের পাশে রাজ্য সরকার সর্বদা ছিলো,আগামী নানা ধর্মের সমস্ত অনুষ্ঠানগুলিতেও রাজ্য সরকারের সমস্ত সহযোগীতা থাকবে বলেও দাবী করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।