Home Darjeeling ভয়ে নানা ফন্দি এঁটে চলেছে তৃণমূল দাবি মুকুল রায়ের

ভয়ে নানা ফন্দি এঁটে চলেছে তৃণমূল দাবি মুকুল রায়ের

126
0

শিলিগুড়ি ,৫ মে : পঞ্চায়েত নির্বাচন মরশুমে মুকুলকে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস।তাইতো নানা ফন্দি এঁটে চলেছেন।শহর শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে এমনটাই দাবী করলেন বিজেপি নেতা মুকুল রায়।উত্তরবঙ্গজুড়ে নির্বাচনী প্রচারে মুকুল রায়।বৃহস্পতি ও শুক্রবার উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় সভা সেরে শনিবার দলীয় প্রচারে শহর শিলিগুড়িতে আসেন তিনি।সাংবাদিক বৈঠকে তৃনমূলের ওপর ক্ষোভ উগরে দিয়ে তিনি জানান,রাজ্য সরকার বিজেপিকে রুখতে নানা পরিকল্পনা অবলম্বন করে চলেছে।পুরাতন কিছু ফাইল ঘেটে ,তাকে ফাঁসানোর চক্রান্ত করে চলেছে তৃণমূল সরকার।তাতে থেমে থাকবে না দলীয় কর্মসূচী।এমনই দাবীর  পাশাপাশি তিনি জানান,২০১২ সালে তৎকালীন রেলমন্ত্রী থাকাকালীন অহেতুক কালিমালিপ্ত করা হয় তাকে।সেই ফাইল ঘেটে তাকে ও পরিবারের অন্য সদস্যদের ফাঁসানোর  চক্রান্ত বৃথা বলেও দাবী করেন তিনি ।