Home Darjeeling লক্ষাধিক টাকার অলঙ্কার সহ ধৃত দুই দুষ্কৃতী

লক্ষাধিক টাকার অলঙ্কার সহ ধৃত দুই দুষ্কৃতী

204
0
FILE PIC

শিলিগুড়ি, ০৫ ফেব্রুয়ারি: শিলিগুড়ির রানিসতী মন্দির থেকে লক্ষাধিক টাকার অলঙ্কার এবং প্রতিমা উদ্ধার করল পুলিস। একইসঙ্গে ২ দুষ্কৃতীকেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম দুলাল মণ্ডল এবং মহম্মদ আকবর। ভক্তিনগর থানা পুলিস সূত্রে জানা গেছে, মন্দিরে চুরির ঘটনায় প্রথমে শিলিগুড়ির মাল্লাগুড়ির বাসিন্দা মহম্মদ আকবরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে খোঁজ মেলে দুলাল মণ্ডলের। তার বাড়ি ইসলামপুরে। এরপর পুলিস ইসলামপুরে গিয়ে দুলাল মণ্ডলের বাড়ি থেকে লক্ষাধিক টাকার রূপার অলঙ্কার এবং চুরি যাওয়া প্রতিমা উদ্ধার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিস। এদিন শিলিগুড়িতে নিয়ে আসা হয়েছে ধৃতকে। এদিকে, আরও কিছু চুরি যাওয়া সামগ্রী রয়েছে। সে সব খুঁজে বের করতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিস।