Home Darjeeling পুলিশ ম্যারাথনে ভালো সাড়া পড়েছে জানালেন অরূপ বিশ্বাস

পুলিশ ম্যারাথনে ভালো সাড়া পড়েছে জানালেন অরূপ বিশ্বাস

193
0

শিলিগুড়ি,৫ ফেব্রুয়ারী: সেফ ড্রাইভ সেভ লাইফের কথা মাথায় রেখেই ম্যারাথনের ব্যাবস্থা করেছিল শিলিগুড়ি ।। যাতে ভালো সাড়া পড়েছে বলে সোমবার পুলিশ ম্যারাথনের উদ্বোধনে গিয়ে একথা বলেন রাজ্যের পূর্ত মন্ত্রী অরুপ বিশ্বাস।তার সঙ্গে ছিলেন আরও দুই মন্ত্রী গৌতম দেব ও রবীন্দ্রনাথ ঘোষ।শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর পরিচালনায় ১০কিলো মিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়। পাশাপাশি ৫কিলোমিটারের ওয়াকথনও হয়।বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।ম্যারাথনে ছেলেদের মধ্যে প্রথম হয়েছে শুভম কুমার ঘোষ,দ্বিতীয় হয়েছে প্রহ্লাদ সিং ও তৃতীয় হয়েছে হুজুং ভুটিয়া।মেয়েদের মধ্যে প্রথম হয়েছে ঝুমা খাতুন,দ্বিতীয় হয় পুনম সিং ও তৃতীয় হয় শিখা মন্ডল।এছাড়া ওয়াকথনে ছেলেদের মধ্যে প্রথম টিকেন মন্ডল,দ্বিতীয় হয়েছে দ্বাওয়ানিকা উপাধ্যায় ও তৃতীয় হয়েছে পরিমল শীল।এছাড়া মেয়েদের মধ্যে প্রথম হয়েছে আলপনা চৌধুরী,দ্বিতীয় হয়েছে দীপ্তি পাল ও তৃতীয় হয়েছে মীনা আগরওয়াল।তাদের হাতে পুরষ্কার তুলে দেন মন্ত্রীরা।তবে প্রথমবার এই ম্যারাথন করে সফল হওয়ায় খুশী কমিশনার সুনীল চৌধুরীও l