Home Darjeeling শিলিগুড়ির গৌরব সঙ্ঘশ্রী

শিলিগুড়ির গৌরব সঙ্ঘশ্রী

209
0
file pic

শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারী : পন্ডস ফেমিনা স্টাইলিস্ট ২০১৮ প্রতিযোগিতায় জয়ী হয়ে শিলিগুড়ি শহরের নাম উজ্জ্বল করলেন সঙ্ঘশ্রী রায়। শুক্রবার রাতে কলকাতায় আয়োজিত একটি অনুষ্ঠানে মোস্ট ড্যাজলিং স্টাইলিস্ট–এর তকমা পান তিনি। এছাড়াও দিল্লিতে আয়োজিত মিস ইন্ডিয়া এলাইট প্রতিযোগিতাতেও ফাইনালিস্ট হিসেবে তাঁকে বেছে নেওয়া হয়েছে।