Home Darjeeling আচমকা বৃষ্টি, গরম কমলো

আচমকা বৃষ্টি, গরম কমলো

178
0

শিলিগুড়ি,১১মার্চঃ কথায় বলে “পড়ল ফাগুন,ছুটল আগুন”।আর ঠিক সেই মতোই উত্তরবঙ্গেও ফাল্গুন মাস পড়তেই গরমে হাঁসফাঁস করছিল শহরবাসী।কিন্তু রবিবার দিনটি একটু অন্যরকম কাটল পাহাড় থেকে সমতল সকলের।এদিন সকাল থেকে রোদ থাকলেও দুপুর হতেই আচমকা কালো মেঘ আকাশ দখল করে।দুপুর ৩টার সময় সন্ধ্যা নেমে আসে।তাঁর সাথেই শুরু হয়ে যায় হাওয়া।য ধীরে ধীরে ঝড়ের আকার নেয়।তবে ঝড় বেশীক্ষণ স্থায়ী হয়নি।কিন্তু বৃষ্টি থেকে যায়।যদিও রবিবার ছুটির দিন রাস্তায় লোকজন কম থাকলেও অনেকেরেই ঘুরতে যাওয়ার প্ল্যান নষ্ট হয়ে যায়।তবে আকাশ কালো করে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ায় গরম অনেকটাই কেটে যায়।তাই ছুটির দিনে ভাতঘুম বেশ হয়েছে আমবাঙালীর।তবে আচমকা এই ঝড়-বৃষ্টি স্বস্তি দিয়েছে সকলকেই।একইরকমভাবে পাহাড়েও ব্যাপক ঝড়-বৃষ্টি হয়।দুপুর থেকে একইভাবে সেখানেও ঝড়-বৃষ্টির দাপটে ঠান্ডা নেমে আসে।তবে পাহাড় থেকে সমতল সকলেই বেশ উপভোগ করেছে এই বৃষ্টি।কিন্তু আক্ষেপ রয়েছে শিল না পড়ায়।কারণ এই সময়েই শিল পড়ে থাকে।তাই অনেকের আশা ছিলো হয়ত বৃষ্টিতে শিল পড়বে কিন্তু তা আর এযাত্রায় হলোনা।