Home Darjeeling নকশালবাড়ির বিডিওকে স্মারকলিপি দিল সারা ভারত কৃষক সভা

নকশালবাড়ির বিডিওকে স্মারকলিপি দিল সারা ভারত কৃষক সভা

274
0

শিলিগুড়ি, ১ ডিসেম্বর : হাতির হামলায় ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণের দাবিতে শুক্রবার নকশাবাড়ির বিডিওকে একটি স্মারকলিপি দিল সারা ভারত কৃষক সভা। এদিন সংগঠনের নকশালবাড়ি কমিটির পক্ষ থেকে কর্মসূচীটি নেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার, সংগঠনের ব্লক সম্পাদক নিরোদ সিংহ সহ অন্যান্যরা। জীবেশ সরকার জানান, নকশাবাড়ি ব্লকের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই হাতি হানা দেয়। ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষীদের ফসলি জমির। বাড়িঘরও ভেঙে যাচ্ছে হাতির দল। কৃষকরা যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পায় তার দাবি আমরা করেছি। এছাড়াও দারিদ্র্য সীমার নীচে বসবাসকারীদের অবিলম্বে প্রতি সপ্তাহে রেশন দেওয়ারও দাবি করা হয়েছে। বিডিও জানিয়েছেন, সমস্ত বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। (এনএ)