Home Darjeeling বামফ্রন্টের তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান

বামফ্রন্টের তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান

61
0
শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বর: ইসলামপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদে গতকাল বামফ্রন্টের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের আক্রমণের প্রতিবাদে মিত্র সম্মিলনী হলে বামফ্রন্টের কনভেনশন আয়োজিত হয় । কনভেনশন উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক  জীবেশ সরকার, মেয়র  অশোক ভট্যাচায্য, সিপিএম নেতা মুকুল সেনগুপ্ত,নুরুল ইসলাম, রামভজন মাহাতো সহ অনন্য নেতাবৃন্দ. কনভেনশনে বামফ্রন্টের আহ্বায়ক  জীবেশ সরকার বামফ্রন্টের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের আক্রমণের প্রতিবাদে  তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান|