Home Darjeeling অরুণাচল প্রদেশ থেকে পালিয়ে শিলিগুড়িতে এসে ধৃত

অরুণাচল প্রদেশ থেকে পালিয়ে শিলিগুড়িতে এসে ধৃত

121
0

শিলিগুড়ি, ১৯ জুন: গত ৭ জুন অরুণাচল প্রদেশ থেকে পালিয়ে এসেছিলেন এক মহিলা এবং এক পুরুষ। কিন্তু শেষ রক্ষা হল না।এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে অভিযান চালিয়ে পুলিস ওই মহিলা এবং পুরুষকে আটক করল। জানা গেছে, ওই মহিলার নাম শান্তি তাওয়া। তাঁর বাড়ি অরুণাচলপ্রদেশের তেজু থানার লোইলিং গ্রামে এবং ধৃত ব্যক্তির নাম রাজু সোনার। তাঁর বাড়ি মিরিকের বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনিও অরুণাচলপ্রদেশে থাকতেন।গত ৭ জুন তাঁরা পালিয়ে যায় বলে তেজু থানায় একটি অভিযোগ দায়ের হয়। এরপর তদন্তে নামে পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ জওয়ানরা ব্যাঙ্গালোর এক্সপ্রেস থেকে এই দুজনকে উদ্ধার করা হয়। পরে অবশ্য ধৃতদের তেজু থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়।