Home India ছট উপলক্ষে সেজে উঠছে আলিপুরদুয়ার জেলার ডীমা নদী

ছট উপলক্ষে সেজে উঠছে আলিপুরদুয়ার জেলার ডীমা নদী

140
0
 আলিপুরদুয়ার,৯ নভেম্বর : ডুয়ার্স এর অন‍্যতম ছটপূজা ঘাট হচ্ছে আলিপুরদুয়ার জেলার ডীমা নদীতে l ছট পূজা ঘাট নির্মাণের প্রস্তুতি চলছে জোরকদমে । গাড়োপাড়া ছট পূজা ঘাট কমিটির পক্ষ থেকে ডীমা নদীতে ছট ঘাট নির্মাণ করার কাজ চলছে । আগামী ১৩ নভেম্বর বিহারি সম্প্রদায়ের অন‍্যতম শ্রেষ্ঠ উৎসব ছট পূজা । প্রতিবারের ন‍্যায় এবার ও ডীমা নদীতে ছট ঘাট নির্মাণ করার কাজ চলছে ।

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here