Home Jalpaiguri চিতার চামড়া সহ এক পাচারকারী গ্রেপ্তার

চিতার চামড়া সহ এক পাচারকারী গ্রেপ্তার

267
0
smuggler arrested

চিতার চামড়া সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল বনদপ্তরের টাস্ক ফোর্স। ধৃতের নাম রবি সুব্বা। তার বাড়ি সিকিমের সিংথামে। জানা গেছে, ৩ লক্ষ টাকায় চিতার চামড়াটি নেপালে পাচার করার ফন্দি এঁটেছিল রবি সুব্বা। বনদপ্তরের টাস্ক ফোর্সের কাছে এই খবরটি আসে। খবরের ভিত্তিতে তাঁরা অভিযান চালায়। শিলিগুড়ির চম্পাসারি এলাকায় শহীদনগরে চিতার চামড়া সহ এই পাচারকারীকে গ্রেপ্তার করে বৈকুণ্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জ। উদ্ধার হয় একটি স্ত্রী চিতা বাঘের চামড়া। বেলাকোবা রেঞ্জের রেঞ্জার তথা উত্তরবঙ্গের টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত জানান, চিতাটি সিকিমের জঙ্গলে মারা হয়েছিল। সেখান থেকে নেপালে পাচার করার উদ্দেশ্যে এসেছিল রবি। সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।