Home Jalpaiguri সূর্য সেন মহাবিদ্যালয় পক্ষ থেকে জাগরিত অভিযান

সূর্য সেন মহাবিদ্যালয় পক্ষ থেকে জাগরিত অভিযান

259
0

শিলিগুড়ি:- গত সাত দিনব্যাপী শিলিগুড়ি সূর্য সেন মহাবিদ্যালয় পক্ষ থেকে এন এস এস ইউনিট এক এবং ইউনিট দুই পক্ষ থেকে শিলিগুড়ি পোড়াঝাড়ের মানুষজনকে ও শহরবাসীকে জাগরিত করার জন্য ব্লিচিং পাউডার ছেটানো নোংরা পরিস্কার করা ও বৃষ্টির জল যাতে না জমে তার জন্য ড্রেন বানানো এবং ছোট মিছিল ও নৃত্যনাট্য করা হয় |