Home Jalpaiguri হাতির হানায় ক্ষতিগ্রস্ত ১৫টি শ্রমিক আবাস

হাতির হানায় ক্ষতিগ্রস্ত ১৫টি শ্রমিক আবাস

82
0

জলপাইগুড়ি ,২২ জুলাই : ফের রবিবার রাতে ধুপগুড়ি ব্লকের কারবালা চাবাগানে ১৫টি শ্রমিক আবাস ভেঙ্গে  দিল একটি দল ছুট মাকনা হাতি।অন্যদিকে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা  চাবাগানেও একটি দলছুট দাঁতালের হামলায় একটি দোকান ঘর সহ৬টি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছ। সব মিলিয়ে ধুপগুড়ি ও নাগরাকাটা ব্লকে মোট ২১ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে হাতির হামলায় ।দুটি ব্লকে গত দুইদিনে ৪০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।