Home Jalpaiguri পুজো কমিটির আমন্ত্রন স্বপ্নার মাকে

পুজো কমিটির আমন্ত্রন স্বপ্নার মাকে

135
0

জলপাইগুড়ি ,২৮ সেপ্টেম্বর : সোনার মেয়ে স্বপ্নার এলাকায় সেজে আলোক সজ্জ্বায়। এরই মধ্যে এশিয়াড সোনা জয়ী স্বপ্নার মা বাসনা দেবীকে দিয়েই মনের বাসনা পুরন করতে চায় পুজো কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই বাসনা পুরন করতে স্বপ্নার বাড়িতে সাত সকালে  হাজির শহরের পুরাতন পুলিশ লাইন দুর্গো পুজো কমিটির উদ্যোক্তারা। বাসনাদেবীকে চিঠি নিয়ে আমন্ত্রন জানান, পুজোর ফিতে কাটায়। সাংসদ, বিধায়ক, মন্ত্রী নয় সোনায় মেয়েকে জন্ম দেওয়া মাকে দিয়ে মায়ের পুজোর শুভ উদ্বোধন করতে চায় পুজো কমিটি। বাসনা দেবী বলেন, স্বপ্না পুজোর সময় জলপাইগুড়িতে থাকবে না বিদেশে যাবে শুনেছি। পুজো কমিটি থেকে নিমন্ত্রন করে গেলো পুজোর উদ্বোধন আমাকে দিয়ে করাতে চায়। আমার যাবার ইচ্ছে রয়েছে। তবে আমার মেয়ে থাকলে ভাল হত”।