Home Jalpaiguri জলপাইগুড়ি শহরের করলা ব্রীজ তৈরি প্রকল্প

জলপাইগুড়ি শহরের করলা ব্রীজ তৈরি প্রকল্প

75
0

জলপাইগুড়ি ,২৭ সেপ্টেম্বর : কালি পুজোর পরে জলপাইগুড়ি শহরের করলা ব্রীজ যাকে এক নামে সকলে চেনে দোলনা সেতু বলে সেই ব্রীজ ভেঙে ফেলা হবে। বৃহস্পতিবার সার্কিট হাউজে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, পৌরসভা ও জেলা প্রশাসনের বৈঠক থেকে সিন্ধান্ত নেওয়া হল। শহরের বুক চিরে যাওয়া করলা নদীর উপরে এই সেতু। সেতুর এক পাশে রয়েছে হাসপাতাল, টাউন ক্লাব সহ অন্যান্য সরকারি দপ্তর। অপর পাশে সুনিতি বালা বালিকা বিদ্যালয়, সুন্ডেট হেলথ হোম সহ শহরের গুরুত্বপুর্ন মার্কেট। এই কারনে এই সেতুর গুরুত্ব অনেকটাই বেশি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে সেতু তৈরি করবে প্রায় দু কোটি টাকা ব্যায়ে। তত্বাবধানে থাকবে জলপাইগুড়ি পুরসভা। নদীর মধ্যে থাকবে না কোন পিলার। নদীর দুপাশে আধুনিক প্রযুক্তিতে পিলার দিয়ে তৈরি করা হবে সেতু। অন্যদিকে পুড়ে যাওয়া দিন বাজার বাজারের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের এই বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব, জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন।