Home Jalpaiguri শিশু পাচার ও শিশু শ্রম রুখতে সচেতনতা শিবিরের আয়োজন

শিশু পাচার ও শিশু শ্রম রুখতে সচেতনতা শিবিরের আয়োজন

247
0

কালচিনি ব্লকে চা বলয়ে শিশু পাচার ও শিশু শ্রম রুখতে আজ রুরাল এইড নামক সংস্থা পক্ষ থেকে কালচিনি সাঁতালি চা বাগানে বীরশামুণ্ডা ময়দানে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় যেখানে কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগানের শিশুরা , ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালচিনি শিক্ষা কর্মাধক্ষ প্রেম লামা , কালচিনি ব্লক সাস্থ আধিকারিক সুদীপা ব‍্যানাজি সহ প্রমূখরা রুরাল এইড এর সম্পাদিকা সুদীপা দত্ত চক্রবর্তী জানান কালচিনি ব্লকে অনেক শিশু পাচার হয়েছে ও শিশু শ্রমিক ও রয়েছে এই সব রুখতে আমাদের প্রচেষ্টা চলছে । তিনি আরো জানান আমরা কালচিনি বিডিও ও কালচিনি সমস্ত গ্ৰাম পঞ্চায়েত অফিসে জানিয়েছ যে কোনো দোকান কে ট্রেড লাইসেন্স দেবার আগে লিখে দেওয়া থাকে যাতে কোনো দোকানদার শিশু শ্রমিক না রাখে ।