Home Jalpaiguri এনজেপির আইওসি–র সামনে অভিযান পুলিসের, উদ্ধার চোরাই তেল

এনজেপির আইওসি–র সামনে অভিযান পুলিসের, উদ্ধার চোরাই তেল

324
0

শিলিগুড়ি, ৫ ডিসেম্বর :  ফের চোরাই তেল উদ্ধার করল এনজেপি থানার পুলিস। নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন আইওসি–র সামনে মঙ্গলবার ফের একবার অভিযান চালায় এনজেপি থানার পুলিস। অভিযানে প্রচুর পরিমানে চোরাই পেট্রোল, ডিজেল, কেরোসিন এবং মবিল উদ্ধার করে পুলিস। উদ্ধার হয় তেল মাপার সরঞ্জাম, ড্রাম। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। প্রসঙ্গত, এনজেপি সংলগ্ন আইওসি গেটের সামনে দীর্ঘ বছর ধরে অবৈধভাবে তেল চোরাই কারবার করা হয়। এর আগেও পুলিসি অভিযান মাঝেমধ্যে চললেও, তেলের কারবার বন্ধ হয়নি। মাঝেমধ্যেই এই স্থানে ছোট–বড় দুর্ঘটনায লেগেই থাকে। মানুষের কোনও প্রানহানির ঘটনা না ঘটলেও বড় ধরণের অগ্নিসংযোগের ঘটনা যাতে না ঘটে তারজন্য পুলিস কড়া পদক্ষেপ গ্রহণ করে। কয়েক মাস আগে অগ্নিসংযোগকে কেন্দ্র করে পুলিস ওই এলাকায় রীতিমত লাগাতার অভিযানে নামে। প্রচুর পরিমানে অবৈধ তেল বাজেয়াপ্ত করা হয়। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। মাঝে প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায় ওই স্থানে চোরাই তেলের কারবার। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। পুলিসের কাছে খবর আসে যে পুনরায় ওই স্থানে কিছু ব্যক্তি ফের চোরাই কারবারের সঙ্গে জড়িয়ে পড়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিস ফের অভিযান চালায় আইওসি–র সামনে। উদ্ধার করা হয় প্রচুর পরিমানে পেট্রোল, ডিজেল, কেরোসিন এবং মবিল ও তেল ভর্তি করার কিছু জার এবং ড্রাম। কারোর গ্রেপ্তারের কোনও খবর পাওয়া যায়নি। তবে পুলিস সূত্রে জানা গেছে, ওই স্থানে কোনওরকম অবৈধভাবে তেলের ব্যবসা করতে দেওয়া যাবে না। তারজন্য মাঝেমধ্যেই পুলিসি অভিযান চলবে। (এনএ)