Home Jalpaiguri সাহসিকতার পরিচয় দিলেন রিপোর্টার।

সাহসিকতার পরিচয় দিলেন রিপোর্টার।

488
0

জলপাইগুড়ি ২৩-০৮-২০১৭:- বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায় এটা কারও অজানা নয়।মুলত, লোকালয়ের আশেপাশেই সাপেরা থাকতে ভালোবাসে,কারণ মানুষের আশেপাশে থাকলে খাবারের অভাব হয়না।সেরকমই একটি সাপ খাবারের খোঁজে বেরিয়ে শিব সরকার নামে একজন ব্যক্তির বাড়ির ভিতরে ঢুকে পড়ে,তিনি জলপাইগুড়ি পান্ডাপাড়ার বাসিন্দা।তিনি সকাল আনুমানিক 9টার দিকে লক্ষ করেন তার ঘরে সাপ ঢুকেছে, আতঙ্কে বাড়ির লোক ছোটাছুটি শুরু করলে সাপটি ভয়ে আরো ভিতরে ঢুকে যায়,ফলে সাপটি আর নজরে আসছিলো না।

ভয়ে ও আতঙ্কে নাজেহাল হয়ে তিনি তীর্থঙ্কর বসু মজুমদারকে ফোন করেন,তিনি পেশায় একজন নিউজ রিপোর্টার,তিনি আই বি এ নিউজ এ জলপাইগুড়িতে কাজ করেন,তার আবার সাপের প্রতি আলাদা একটা টান আছে,সেই টানে তিনি ছুটে যান সাপ ধরতে,তীর্থঙ্কর বাবু গিয়ে সাপটিকে ঘর থেকে বের করে উদ্ধার করেন,সাপের বিষয়ে জ্ঞান থাকার ফলে তিনি দেখেই বুঝে যান এটি কোন বিষাক্ত সাপ নহে,এটি নির্বিষ সাপ,স্থানীয় মহলে এই সাপটিকে দাঁড়াশ সাপ নামে এক ডাকে চিনে।তিনি সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেন,শিব সরকারের বাড়ির লোকজনরা হাফ ছেড়ে বাঁচে।তার  এই অসীম সাহসিকতাকে কুর্নিশ জানায় স্থানীয়রা ও শিব সরকারের পরিবারের লোকেরা।