Home Jalpaiguri করলার দূষণ মুক্ত করতে পথে পড়ুয়ারা

করলার দূষণ মুক্ত করতে পথে পড়ুয়ারা

111
0

জলপাইগুড়ি , ১১ জুলাই : করলার দূষণ মুক্ত করতে ফের পথে নামল ছাত্রীরা।শনিবার দুপুরে সুনীতি বালা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বিদ্যালয় থেকে জলপাইগুড়ি শহরের উপর দিয়ে যেসব জায়গায় করলা নদী বয়ে গেছে সে সমস্ত রাস্তা পরিক্রমা করে l  যেসব জায়গায় করলা নদীর উপর নোংরা ফেলে নদীর নাব‍্যতা নষ্ট হচ্ছে সেসব জায়গায় ছাত্রীদের এই মিছিলটি যায়।পাশাপাশি বিদ্যালয় টির সামনে ছাত্রীদের নিয়ে করলা বাচানোর আবেদন করেন ছাত্রীরা ।শ্লোগান ছিল লিখতে চাই, পড়তে চাই,খেলতে চাই, দূষণ মুক্ত করলা চাই।করলার নাব‍্যতা ফিরিয়ে আনতে এই উদ্যোগ বলে জানিয়েছেন সমাজ ও নদী বাচাও কমিটির আহবায়ক সঞ্জীব চ‍্যাটাজী।ছাত্রীরা ও জানায় আমরা করলা নদীকে দূষণ মুক্ত করতে চাই সকলের সাহায্য নিয়ে।তাই নদীতে নোংরা না ফেলার আবেদন করছি সকলের কাছে।