Home Jalpaiguri অস্বাভাবিক মৃত্যু গৃহবধুর , দেওয়ালে সুইসাইড নোট

অস্বাভাবিক মৃত্যু গৃহবধুর , দেওয়ালে সুইসাইড নোট

385
0

জলপাইগুড়ি , ২৩ ফেব্রুয়ারী :তার মৃত্যুর জন্য একমাত্র দায়ী শ্বাশুড়ি, জা (নবনিতা),ভাসুর (গনেশ)একমাত্র এদের জন্য তিনি  আত্মহত্যা করতে বাধ্য হলেন ।তাই তিনি দোষীদের শাস্তি চেয়ে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন l আত্মহত্যার আগে ঘরের দেওয়ালে এই অভিযোগগুলি লিখে যান আত্মঘাতী গৃহবধু গীতা দাস(৩২)।জলপাইগুড়ি শহরের গোমস্ত পাড়ার ঘটনা।শুক্রবার দুপুরে ঘরের দেওয়ালে রঙ পেন্সিল দিয়ে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন গৃহবধূ গীতা।গৃহবধুরর ঝুলন্ত দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ।জলপাইগুড়ি গোমস্তপাড়ার এই ঘটনার তদন্তে নামলো । জানা গিয়েছে,গোমস্তপাড়ার বাসিন্দা অমিত দাস (৩৭) এর সাথে আড়াই বছর আগে বিয়ে হয় শহরের পুলিশ লাইনের গীতা দাসের সাথে।মাঝেমাধ্যেই পারিবারিক ঝামেলা লেগেই থাকত বলে জানায় গীতা দেবীর মা সুমিত্রা রায় l দেওয়াল লিখনে গীতা তার স্বামী এবং শ্বশুড়ের নামে কোন কিছুই অভিযোগ করে যাননি।ঘটনার তদন্ত শুরু হয়েছে।ময়নাতদন্তের আগে ম্যাজিস্ট্রেট তদন্ত করা হয়েছে বলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আই সি বিশ্বাশ্রয় সরকার জানিয়েছেন।