Home Jalpaiguri তিন কুখ্যাত দুষ্কৃতী গ্রেপ্তার জলপাইগুড়িতে

তিন কুখ্যাত দুষ্কৃতী গ্রেপ্তার জলপাইগুড়িতে

81
0

জলপাইগুড়ি, ১৪ এপ্রিল : সশস্ত্র অবস্থায় ডাকাতি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল তিন কুখ্যাত দুষ্কৃতী। শনিবার ভোর রাতে জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকা থেকে পুলিশ এই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে পুলিশ বেশ কয়েকটি ধারালো অস্ত্র বাজেয়াপ্ত করেছে বলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানান । আই সি জানান, ধৃতদের মধ্যে এক দুষ্কৃতীর বাড়ি ময়নাগুড়ির আনন্দ নগর সাহা পাড়ায়। বাকী দুই দুষ্কৃতীদের বাড়ি জলপাইগুড়ি সদরে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে শহরে ডাকাতি করার উদ্দেশ্যেই এই তিন দুষ্কৃতী জড়ো হয়েছিল। পুলিশ ধৃতদের এদিন জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে পাঠিয়েছে বলে আই সি জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।