Home Jalpaiguri হাতির আক্রমনে  এক মহিলা সহ দুইজনের মৃত্যু 

হাতির আক্রমনে  এক মহিলা সহ দুইজনের মৃত্যু 

153
0

জলপাইগুড়ি, 22 জুন ঃ- শুক্রবার ভোরে হাতির আক্রমনে ধুপগুড়ি ব্লকের গয়েরকাটা চাবাগানে হিন্দু ডিভিশনে একমহিলা সহ দুইজনের মৃত্যু হয়েছে।এঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতের নাম কর্মা মিঞ্জ(৪৫)। ৪২ বছর বয়সি মহিলার নাম জানা যায়নি। কর্মার বাড়ি চাবাগানে লোদরলাইনে।কর্মা ও মহিলাটির দেহ একসাথেই পাওয়া গিয়েছে। দুইজনে বস্ত্রহীন অবস্থায় ছিল। যে জায়গায় দেহটি পাওয়া গিয়েছে। সেই জায়গাটি  হাতির করিডোর বলে বনদপ্তর সুত্রেই জানা গিয়েছে।মহিলাটির পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে বানারহাট থানার পুলিশ। এমনকি ঐ দুইজন ভোর বেলা ওখানে কি করছিল।সেটার জানার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে জলপাইগুড়ি বন্যপ্রান শাখার অনারিয়াম ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরি।