Home Jalpaiguri মাল পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করলো শাসক দল

মাল পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করলো শাসক দল

61
0

জলপাইগুড়ি, ২৭ সেপ্টেম্বর : রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় ১৯৭৮ সালে।সেই সময় থেকে ২০১৩ সাল পর্যন্ত মাল পঞ্চায়েত সমিতি একছত্র ক্ষমতা কায়েম রেখেছিল বামেরা।২০১৩ সালে রাজ্যে সর্বত্র যখন তৃনমূল কংগ্রেসের জয়জয়কার ছিল তখনো মাল পঞ্চায়েত সমিতি দখল করে বামেরা।সভাপতি হন কৌশল্যা রায়।কিছুদিনের মধ্যে বামেদের ভাঙ্গন শুরু হয়।এক এক করে বেশিরভাগ সদস্য তৃনমূল কংগ্রেসে যোগ দেয়।সমিতি তৃনমুলের দখলে আসে।এবার সেই বামেদের ধুয়েমুছে সাফ করে একক ভাবে মাল পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করল রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস। ৪০ বছর বাদে পালাবদলের সাক্ষী রইল কয়েক হাজার মানুষ।স্বাভাবিক ভাবে বোর্ড গঠনে অসুবিধা ছিলনা।সরকারি নিয়মানুযায়ী বিশাল মিছিল সহ ৩১ জন দলীয় প্রার্থীদের নিয়ে পঞ্চায়েত সমিতি অফিসে আসেন জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি সৌরভ চক্রবর্তী। সাথে ছিলেন সাংসদ বিজয় চন্দ্র বর্মণ, ব্লক সভাপতি তমাল ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।শপথ গ্রহনের পর প্রস্তাবনা ও সমর্থনের মধ্য দিয়ে আবার সভাপতি হন কৌশল্যা রায় ও সহ সভাপতি হন মাল ব্লকের তৃনমুলের লড়াকু নেত্রী মহুয়া গোপ।